Thursday, August 11, 2011



Monday, July 26, 2010

প্রথম বারিপাত




সমাগত বর্ষার প্রথম বারিপাতে
উঠে আসা মাটির ঘ্রাণে আজ
নতুনের খোঁজ, তারূণ্যের দোলা
বাঁধনহারা, অনুভূতি অগোছালো, তীব্র
পাপবোধে জটিল, রোমান্টিক বিদ্রোহ
দিনের মুখ ঢেকে প্রতিনিয়ত
জটিল শব্দগুলো ছোটে শিরা উপশিরায়
কাঁদছে আকাশ, বাতাস, মাটি, গাছ,
পাতার কাঁপন ঠোটে, ধরা পড়ে
লোকাতে পারে না অন্ধকার
মুখোশের আড়ালে সূ্র্য্যের মুখ
ঘুমে অচেতন স্বপ্ন উপচেয়ে পড়ে
ভিজে গেছে মুখ, বৃষ্টির ছাটে-

Thursday, July 15, 2010

বিষাদের চাপ

অনাবিল বর্ষার ভাষা জানো কি?
বিষাদের চাপ প্রশ্বাসে উচ্ছসিত
ক্ষুধার্ত চোয়ালে ধরে, নিয়ে গেছে
গহন অরণ্যে, টেনে হিঁচড়ে
পাতায় রক্তের দাগ, দোমড়ানো ঘাস
অতিকায় হাঁ-য়ের অন্ধকারে-
শরীর জুড়ে ডালপালা ছায়া ফেলে
নিয়ে চলেছে মৃত্যুর দিকে

সন্ধ্যার আঁধারে রাত্রি-জাল বোনে
মুখের উপরে ক্লান্তির ব্যাথা, ভার
ঢেউ, বৃত্ত ভেঙে ঢুকেছে বিছানা বালিশে
শূণ্য বিছানায় শরীরের রেখা
নক্ষত্রকণা টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে
শরীরে, চেতনার ক্ষততে শীতল প্রলেপ
ভয় পাওয়া অতিক্রম করে, নীরবতা
রক্তকোষ, শিরা উপশিরায় সঞ্চারিত-

Wednesday, July 14, 2010

সমর্পন

পুরানো বাকল ফেলে শ্যাওলার পাড় ভেঙে
গভীর নদীখাতে তেমনি সংঘাত
বিদ্রূপ ঠোটে, প্রজাপতির পাখা মেলা
শরীরে শির শির কাঁপন -আলগা হয়,
ঝরে যায় ফুল সারা রাত ধরে
নদীতে অগন্য ভাঁজ, অনন্ত তরঙ্গে মেশে
হীম শীতলতা জুড়িয়ে দিয়েছে দাহ
দ্রুত মেলায় সবুজ অতলে শ্বাসের বুড়বুড়ি
জলের বুকে রোদ, নীল ছায়া খেলে
চিবুকের ভাঁজে ফোটে অভিমান
ভাঁঙাচোরা সমর্পন মিশে যাবে ঢেউয়ে-

Tuesday, July 13, 2010

আমি এসেছি

ভেবে ছিলাম ভুলবো না তাকে
ভুলে গেছি, মনে রাখিনি
ছেড়ে যাব না কখনো,
ছেড়ে এসেছি-বহু দিন।
নিজে ঠকেছি, নিজেকে ঠক্কেছি...ও

সেটাই ভেবে ছন্দ সাজাই

ছন্দে দন্দে ভুলগুলিকে-
কবিতাগুলো সব পূ্র্ননারী
বাস্তব আর কল্পনায় যুক্তাক্ষরে
আমার নিঃসঙ্গতার পাশে
বলে আমি এই তো এসেছি.....।

আনমণা

তবু দেখে যাওয়া, আর চেয়ে থাকা
শব্দহীন, কেন? কেউ তো জানে না,
এভাবে কোটি কোটি বছর ধরে
সবার চোখের পাতায়, কত নীল রঙ
জীবনের কক্ষপথ ধরে পরিক্রমা
মনে তাই এই হাত রেখে, আজ
আলোকবর্ষ দূরের পথ আজ অতিক্রান্ত-
শুয়ে শুয়ে তাই নিজের মনে
চাঁদের রূপ দেখে, না মানা ব্যকারণে
চিন্তার পলক ছুয়ে, বলছে- জেগে থাক
স্রেফ বাহানা চাই জেগে থাকার-
দূরের জোঁনাকি , নীরবে আনমণা--

Wednesday, June 16, 2010

n hanyate